বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সংক্ষেপে বিএনডব্লিউএলএ BNWLA
Published On Feb 10, 2022
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বাংলাদেশের নারী আইনজীবীদের সংগঠন। এর মূল কার্যালয় ঢাকায় অবস্থিত। সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য "দেশে নারী ও শিশুদের জন্য সকল সুযোগ ও অধিকার নিশ্চিত করার বিষয়ে কাজ করা"। সংগঠনটি নারীদের আইন বিষয়ক সহায়তা প্রদান করে থাকে। কাজ করে সারা দেশে।
কর্মপদ্ধতি
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি প্রতিরোধ, সুরক্ষা, পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ এই ৪টি পদ্ধতি অনুসরণ করে এর কাজ বাস্তবায়ন করে। যশোর, চট্টগ্রাম, গাজীপুর ও ঢাকায় সমিতির ৪টি আশ্রয় কেন্দ্র (প্রশান্তি নামে পরিচিত) রয়েছে।
Telephone: +88 (0) 2 48122764,+88 (0) 2 48117658, +88 (0) 2 58156874, +880 2-9143293
Address: Monico Mina Tower, 48/3 West Agargaon, Dhaka-1207, Bangladesh
সেবা পাওয়ার হটলাইন নাম্বার সমূহ
রাজশাহী- ০১৭১৮০০৪০২
খুলনা- ০১৭১৮০০৪০৩
সাতক্ষীরা- ০১৭১৮০০৪০৪
যশোর- ০১৭১৮০০৪০৫
বেনাপোল- ০১৭১৮০০৪০৮
ঢাকা- ০১৭১৮০০৪০০, ০১৭১৮০০৪০১, ০১৭১৮০০৪০৬, ০১৭১৮০০৪০৭, ০১৭১৩৩৩৫৯৯১
ওয়েবসাইট